সাধারন জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলী 04| চাকরি প্রস্তুতি
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? ⇒ শিখা ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন- ⇒ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ মুক্তযুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য- ⇒ কাজী আব্দুল ওদুদ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত? ⇒ দক্ষিণপূর্ব বাংলাদেশের পূর্বে অবস্থিত? ⇒ পশ্চিমবঙ্গ ও কুচবিহার ‘হপ্ত পয়কর’ কার রচনা? ⇒ সৈয়দ আলাওল বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ⇒ ৫টি ‘বলাকা’ কাব্যগ্রন্থের প্রতিনিধিত্বকারী রচনা হল- ⇒ বলাকা বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত? ⇒ কক্সবাজার “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণতূর্য”- কোন কবিতার চরণ? ⇒ বিদ্রোহী বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল? ⇒ ৫৬,৫০১ বর্গমাইল বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা- ⇒ গীতি কবিতা | বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? ⇒ রূপসী বাংলা ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত? ⇒ রাঙামাটি ‘উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি- ⇒ বিহারী লাল শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত? ⇒ সিলেট সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? ⇒ মেঘালয় ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? ⇒ হুমায়ুন আজাদ মঙ্গলকাব্যের কবি নন কে? ⇒ দাশু রায় ‘দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক- ⇒ গ্যারি জে ব্যাস বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? ⇒ ৪৪৫ মাইল বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের – ⇒ ২০°৩৮′- ২৬°৩৮′ বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে? ⇒ মিয়ানমার বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত? ⇒ ৫১৩৮ কি.মি. টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত? ⇒ ১০০ বর্গ কিমি |