সাধারন জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলী ০3| চাকরি প্রস্তুতি
রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? ⇒ কক্সবাজার রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন? ⇒ স্পিকার ‘বাংলাদেশে কয় প্রকার পৌরসভা আছে? ⇒৩ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? ⇒ জনপ্রশাসন বাগেরহাট হলো- ⇒ জেলা শহর নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়? ⇒ জেলা পরিষদ ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড থাকে? ⇒ ৯ নিচের কোন নগরটিতে উন্নয়ন কর্তৃপক্ষ নেই? ⇒ বরিশাল বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? ⇒ প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? ⇒ সচিব বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কত? ⇒ ১২ মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে? ⇒ মন্ত্রী শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কি? ⇒ পৌরসভা | বাংলাদেশে কয়টি নগরে উন্নয়ন কর্তৃপক্ষ আছে? ⇒8 নিম্নের কোনটিকে স্থানীয় সরকার বলা হয় না? ⇒ নগর উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান কে ⇒ প্রধানমন্ত্রী ২০১০ সালে রাজধানী হিসেবে ঢাকার কততম বর্ষ উদযাপিত হয়েছে? ⇒ ৪০০ ISPR কোন মন্ত্রণালয়ের অধীন? ⇒ প্রতিরক্ষা বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? ⇒ অপভ্রংশ ‘চর্যাপদ ‘কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? ⇒ সহজিয়া বৌদ্ধ পুঁথি সাহিত্য বলতে বুঝি- ⇒ ইসলামী চেতনাসম্পৃক্ত ‘বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ⇒ ফোর্ট উইলিয়াম কলেজ ‘ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে? ⇒ ১৯২৬ |