সাধারন জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলী ০2| চাকরি প্রস্তুতি
‘বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস? ⇒ ১৪ ডিসেম্বর ‘বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধে কতটি কৌণিক স্তর রয়েছে? ⇒ ৭টি ‘বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? ⇒ ২ মার্চ ‘ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত? ⇒ ১৯৪৩ ‘অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ⇒ খাজা নাজিমুদ্দিন ‘অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? ⇒ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়? ⇒ ২৩ মার্চ ১৯৪০ ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? ⇒ এ কে ফজলুল হক ‘লাহোর প্রস্তাব ছিল- ⇒ ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? ⇒ রাজনৈতিক ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল? ⇒ ১৯৪৬ সালে ‘নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল? ⇒ জাপান বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন- ⇒ লর্ড হার্ডিঞ্জ ‘কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? ⇒ নওয়াব সলিমুল্লাহ ‘বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয়? ⇒ হাইকোর্ট ‘বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন- ⇒ লর্ড কার্জন ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে কার সম্পর্ক- ⇒ রবীন্দ্রনাথ ও নাইট উপাধি স্যার সৈয়দ আহমদ কত তারিখে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল করফারেন্স প্রতিষ্ঠা করেন? ⇒ ২৭ ডিসেম্বর ১৮৮৬ পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? ⇒ চৌধুরী খালেকুজ্জামান ‘ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে? ⇒ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ‘বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়? ⇒ ১৯৪৯ ‘উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করে কোন কমিশন? ⇒ সাইমন কমিশন ‘কে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন? ⇒ ম্যাকিয়াভেলী ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ⇒ তাজউদ্দিন আহমেদ |